ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড

প্রকাশিত : ১০:২৪, ২৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১০:২৪, ২৬ আগস্ট ২০১৬

নির্ধারিত সময় ৩০ সেপ্টেম্বরই বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। বৃহস্পতিবার দেশটির ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর বাংলাদেশ সফর নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। ইসিবি জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ি সব কিছু এগিয়ে যাবে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনের প্রতিবেদনে এ’সব বলা হয়েছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরের বিষয় নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড- ইসিবি। তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলতে ঢাকায় আসার কথা ইংলিশদের। আগেই সফরের সময়সূচি নির্ধারিত থাকলেও, সাম্প্রতিক সময়ে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর সফর নিয়ে তৈরি হয় শঙ্কা। বাংলাদেশের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা সরজমিনে দেখতে ঢাকায় আসে ইংল্যান্ডের প্রতিনিধি দল। ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেজ ডিকাসন, ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক জন কার ও ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিসিএর প্রধান নির্বাহী ডেভিড লেথারডেন ঢাকা সফর করেন। দেশে ফিরে তারা জানান, বাংলাদেশ সরকার যে নিরাপত্তার প্রতিশ্র“তি দিয়েছে, তাতে সফর নিরাপদ হবে। সফরে তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে ইংল্যান্ড। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের ম্যাচগুলো।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি