ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে শিশুরা শব্দ দূষণে সবচে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে

প্রকাশিত : ০৯:১৬, ১২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:১১, ১২ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীতে শব্দ দূষণে সবচে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশুরা। নিষিদ্ধ হাইড্রোলিক হর্নে গড়ে ৯৫ ডেসিবেল শব্দ তৈরি হয়। এতে  তিন বছরের কম বয়সী শিশুরা আস্তে আস্তে শ্রবণ শক্তি হারাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্কুলের পাশে অথবা বাসা বাড়ির আশেপাশে হাইড্রোলিক হর্নের কারণে লেখাপড়ায় মনোযোগের ব্যাঘাতসহ মানসিক চাপে পড়ছে কোমলমতি শিশু শিক্ষার্থীরা। গোটা রাজধানীর রাস্তাগুলোতে চালকদের হর্ণ বাজানোর এক অসুস্থ্য প্রতিযোগিতা। বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালের আশেপাশের স্থানগুলোও। ভয়াবহ এই দূষণের শিকার কোমলমতি শিশুরা। অকারণে হর্ন বাজানোয় তাদের চোখেমুখে বিরক্তি। ভয়াভহ এ দূষণের হাত থেকে প্রতিকার চান অভিভাবকরা। বিশেষজ্ঞরা বলছেন, পরিবহনের শব্দ দূষণে সবচে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। শব্দ দূষণের হাত থেকে শিশুদের বাঁচাতে হাইড্রোলিক হর্ন তুলে দিতে অভিযান চালানোর আহ্বান পরিবেশবিদদের। পরিবেশ অধিদপ্তর বলছে, শব্দ দূষণরোধে সচেতনতা তৈরিতে কিছু পরিকল্পনা হাতে নিয়েছে তারা। শুধু পরিবহনের শব্দ দূষণই নয় অবকাঠামো নির্মাণ ও কলকারাখানার শব্দ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি অভিভাবক ও বিশেষজ্ঞদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি