ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ

প্রকাশিত : ১১:৫৪, ২৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৫৪, ২৬ আগস্ট ২০১৬

আবারো বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। স্বাস্থ্য অধিদফতরের হিসেবে চলতি মাসে এই রোগে আক্রান্তের সংখ্যা ৯৩৬ জন। মৃত্যু হয়েছে একজনের। সব মিলিয়ে আট মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ১শ’ ৯১। মারা গেছেন ৬ জন। বিশেষজ্ঞদের মতে, থেমে থেমে বৃষ্টির কারণে এই রোগের বিস্তার ঘটছে। পাশাপাশি রয়েছে রোগটি সম্পর্কে সচেতনতার অভাবও। জ্বরের সাথে মাথা ও চোখের ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথাও বলেন তারা। বর্ষা এলেই বাড়ে ডেঙ্গু। থেমে থেমে বৃষ্টিতে বংশ বিস্তার ঘটে ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশার। ভাদ্রের দ্বিতীয় সপ্তাহে বেড়েছে এই রোগে আক্রান্তের সংখ্যা। শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীরাও জানান, জ্বরের তীব্রতার কথা। এ রোগের প্রাথমিক লক্ষণ প্রচন্ড জ্বর, মাথা ও চোখে ব্যথা, পাতলা পায়খানা, বমি। তবে, রক্তক্ষরণ হলে দ্রুত হাসপাতালে ভর্তি হবার পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বছরের শুরু থেকে চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুই হাজার একশ একানব্বই। এরমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে  ১৩৯, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৬৭ জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আরো ১৬২৭ জন রোগি  ভর্তি হয়। তবে  আতংক নয় এ রোগ মোকাবেলায় প্রয়োজন সচেতনতা। বিশেষ করে ফুলের টব, ফ্রিজ ও বাড়ির আঙ্গিনায় জমে থাকা পানিও পরিষ্কারের তাগিদ দিলেন চিকিৎসক। ডেঙ্গু প্রতিরোধের পূর্নাঙ্গ ভ্যাক্সিন আগামী বছরের মধ্যে বাজারে আসবে বলে আশা করছেন চিকিৎসকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি