ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিদেশীরা যেন ১ ইঞ্চি জমি দখল করতে না পারে, দেশবাসীকে সজাগ থাকার আহবান বামদলের নেতাদের

প্রকাশিত : ১৭:৫৯, ২৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:৫৯, ২৬ আগস্ট ২০১৬

বাংলাদেশের এক ইঞ্চি জমি যেন বিদেশীরা দখল করতে না পারে এই দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান বামদলের নেতারা। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলবাড়ি শহীদদের প্রতি শ্রাদ্ধা শেষে সংক্ষিত সমাবেশে বামদলের নেতারা আরো বলেন, ফুলবাড়ির থেকে শিক্ষা নিয়ে দেশবাসিকে সঙ্গে নিয়ে সুন্দরবনকে রক্ষা করতে পারব। সমাবেশে বক্তারা বলেন, ঈদের পর সুন্দরবনকে ঘেরাও করে মানববন্ধনের ঘোষনা দেওয়া হয়। সুন্দবনের পাশে যেন সরকার বিদ্যুত কেন্দ্র তৈরি করতে না পারে এই জন্য দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানানো হয় সমাবেশ থেকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি