ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শোকের মাসকে শক্তিতে পরিণত করে দেশ গড়ার কাজে দলীয় নেতাকর্মীদের আত্মনিয়োগ করার আহ্বান

প্রকাশিত : ১৮:০০, ২৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:০০, ২৬ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

শোকের মাসকে শক্তিতে পরিণত করে দেশ গড়ার কাজে দলীয় নেতাকর্মীদের আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ। শুক্রবার সকালে বোয়ালখালী উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, ১৫ আগস্ট জাতির জনককে হত্যা করে খুনীরা দেশের অগ্রযাত্রা ব্যাহত করার অপচেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের মাধ্যমে তাদের সকল অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। এখন সেই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি