ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিদ্যুৎ কেন্দ্রের নামে সুন্দরবন ধ্বংসের চেষ্টা বলে মন্তব্য করেছেন আনু মুহাম্মদ

প্রকাশিত : ১৮:৪৭, ২৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৪৯, ২৬ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

বর্তমান সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নামে সুন্দরবন ধ্বংসের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। শুক্রবার দুপুরে দিনাজপুরে ফুলবাড়ী আন্দোলনের দশক পুর্তিতে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সম্প্রতি রামপাল ইস্যুতে খালেদা জিয়ার সমর্থনের কথা উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, বিরোধী দল সবসময়ই জনগনের পক্ষে থাকে কিন্তু ক্ষমতায় গেলে তারা জনগনের বিরুদ্ধে অবস্থান নেয়। সমাবেশে আগামী ২১ ডিসেম্বর অর্ধদিবস হরতালসহ বিভিন্ন কর্মসূচীর ঘোষনা দেয়া হয়। এর আগে ফুলবাড়ী আন্দোলনে নিহতদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি