ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাদারীপুরে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত, নিখোঁজ ২

প্রকাশিত : ১৯:০৪, ২৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:০৪, ২৬ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

মাদারীপুরে কুমার নদে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করেছে নৌ-বাহিনী। ২ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা। শুক্রবার সকাল থেকে নৌবাহিনীর ১৩ সদস্যের ডুবুরি দল, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পরে নৌকাটির অবস্থান শনাক্ত করে নৌবাহিনী। গেলো রাতে জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষে ফেরার পথে পুন্যার্থীদের নিয়ে কুমার নদে আরেকটি ট্রলারের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। এতে এক বৃদ্ধার মৃত্যু হয়। আর বেশিরভাগ লোক সাঁতরে তীরে উঠতে পারলেও, দুই নারী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি