ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরিয়ার সহিংসতা নিরসনে অবশেষে যুদ্ধবিরতিতে বিশ্বশক্তিগুলোর ঐক্যমত

প্রকাশিত : ১৪:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:২৩, ১২ ফেব্রুয়ারি ২০১৬

syriaসিরিয়ার চলমান সহিংসতা নিরসনে অবশেষে যুদ্ধবিরতিতে ঐক্যমতে পৌঁছেছে বিশ্বশক্তিগুলো। জার্মানির মিউনিখে দীর্ঘ আলোচনার পর এ চুক্তিতে একমত হয় যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং সিরিয়ার সরকারি ও বিদ্রোহী বাহিনী। চলতি সপ্তাহ থেকে শুরু হবে এই যুদ্ধবিরতী। তবে আইএস ও আল নুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সিরিয়ার বিবদমান দুই গ্রুপের সঙ্গে আলোচনার মাধ্যমে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ ট্রাস্ক ফোর্স চুক্তি কার্যকর করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ ব্যাপারে সবগুলো দলকে প্রতিশ্র“তি রক্ষার আহ্বান জানান। এরআগে আলেপ্পোতে সরকারবিরোধীদের ওপর রাশিয়া ও সরকারি বাহিনীর হামলার মুখে ভেস্তে যান জেনেভার শান্তি আলোচনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি