ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সেল্টা ভিগোর সাথে ২-২ গোলে ড্র করে ফাইনালে উঠেছে সেভিয়া

প্রকাশিত : ১১:২৩, ১২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১১:২৩, ১২ ফেব্রুয়ারি ২০১৬

কোপা দেল রে’ র দ্বিতীয় কোয়ার্টর ফাইনালে সেল্টা ভিগোর সাথে ২-২ গোলে ড্র করে ফাইনালে  উঠেছে সেভিয়া। প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় নিজেদের মাঠে প্রথমে গোল করে এগিয়ে যায় সেল্টা ভিগো। ৩৫ মিনিটে গোলটি করেন স্ট্রাইকার ইয়াগো। ৫৫ মিনিটে আরো একটি গোল করে ব্যবধান বাড়ান ইয়াগো। পিছিয়ে থেকে খেলার ধার বাড়ায় সেভিয়া। ৫৭ মিনিটে সেভিয়ার হয়ে গোল করে ব্যবধান কমান এভার বনেগা। ৮৭ মিনিটে মিডফিল্ডার ইয়েভহেন গোল করে দলকে সমতায় ফেরান। ম্যাচের শেষ  সময় পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠে সেভিয়া। ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী বার্সেলোনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি