ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শেখ মুজিবুর রহমান বিশ্বনেতা ও বিশ্ব রাজনীতির আদর্শ

প্রকাশিত : ১৭:৫৮, ২৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:৫৮, ২৭ আগস্ট ২০১৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বনেতা ও বিশ্ব রাজনীতির আদর্শ বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা। সুচিন্তা চট্টগ্রাম শাখার উদ্যোগে ‘বাংলাদেশ, বঙ্গবন্ধু ও বিশ্বরাজনতি’ বিষয়ে আলোচনা সভায় একথা বলেন তারা। সংগঠনের সভপতি আশরাফুল ইসলাম ও চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা স্থপতি আশিক ইমরান, কনস্যুল জেনারেল অব রাশিয়ান ফেডারেশন চট্টগ্রাম এর প্রধান মি. ওয়েল পি বয়কোসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থি ছিলেন। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্মকে দেশ গড়ার আহ্বান জানান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি