ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

রামপাল বিদ্যুৎ প্রকল্পে সুন্দরবনের ক্ষতি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮:৫৫, ২৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:১০, ২৭ আগস্ট ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হবে। এ কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিএনপির আন্দোলনের পেছনে ষড়যন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের বিরদ্ধ একটি মহল অপপ্রচার চালাচ্ছে আর পিছন থেকে তাদের মদদ দিচ্ছে বিএনপি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মানে পরিবেশের উপর কোনো প্রভাব পড়বে না বলে বিভিন্ন তথ্য প্রমাণ উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাতিলের দাবিও নাকচ করে দেন তিনি। রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিএনপির গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, রামপাল বিদ্যুৎ কেদ্র ওই এলাকার মানুষের জীবন মান উন্নত করবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন প্রধানমন্ত্রী। অর্থায়ন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, কোনো কারণে এ প্রকল্পে কেউ অর্থায়ন না করলে নিজস্ব অর্থায়নেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি