ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আশুলিয়ায় পিকআপ ভ্যানের চাপায় ট্রাফিক পুলিশ নিহত

প্রকাশিত : ১৩:০৮, ২৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:০৮, ২৮ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

আশুলিয়ায় পিকআপ ভ্যানের চাপায় লিটন ফকির নামের এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। এছাড়াও সাভারের বলিয়ারপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৩০জন আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার সকালে মহাসড়কে দায়িত্ব পালনের সময় একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে কাগজপত্র দেখতে চাই লিটন। কাগজপত্র না দিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায় পিকআপ ভ্যানের চালক। পরে লিটনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লিটনের বাড়ি ফরিদপুরের নগরকান্দার চৌশারা গ্রামে। এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় বাস খাদে পড়ে আহত হয়েছেন ৩০ জন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি