ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফিলিং স্টেশনে চাঁদা দাবির প্রতিবাদে বাঘাবাড়ি ডিপু থেকে উত্তরবঙ্গে জ্বালানী তেল সরবরাহ বন্ধ

প্রকাশিত : ১৩:০৭, ২৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:০৭, ২৮ আগস্ট ২০১৬

সিরাজগঞ্জের তাড়াশে একটি ফিলিং স্টেশনে চাঁদা দাবির প্রতিবাদে বাঘাবাড়ি ডিপু থেকে উত্তরবঙ্গে জ্বালানী তেল সরবরাহ বন্ধ রেখেছে ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়ন। উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, তাড়াশের খালকুলায় নবনির্মিত ফিলিং স্টেশনে কয়েকদিন ধরে চাঁদা দাবি করছে সন্ত্রাসীরা। এ নিয়ে পুলিশকে অবহিত করেও কাজ না হওয়ায়, বাঘাবাড়ি ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয়া হয়। প্রতিদিন বাঘাবাড়ি ডিপু থেকে ১৮ থেকে ১৯ লাখ লিটার জ্বালানী তেল উত্তরবঙ্গসহ টাঙ্গাইল ও জামালপুরে সরবরাহ করা হয়। তেল সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি