ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

শ্রীলঙ্কান ক্রিকেটার লাথিস মালিঙ্গার জন্মদিন আজ

প্রকাশিত : ১৫:১১, ২৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:১১, ২৮ আগস্ট ২০১৬

লাথিস মালিঙ্গা শ্রীলঙ্কান ক্রিকেটার। ২০১৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতে তাঁরই নেতৃত্বে। বিশ্বের অন্যতম সেরা স্পেসালিস্ট পেস বোলার হিসেবে খ্যাতি রয়েছে তাঁর। ১৯৮৩ সালে আজকের এই দিনে শ্রীলঙ্কার গল শহরে জন্মগ্রহন করেন তিনি। পুরো নাম সেপরামাদু লাথিস মালিঙ্গা স্বর্ণাজিথ। তবে সবার কাছে মালিঙ্গা নামেই বেশী পরিচিত। মাথায় বাহারি চুল ও বেতিক্রম ধর্মী বোলিংয়ের জন্য দ্রুতই সবার নজর কারেন। তবে শুধু চুল ও বোলিং অ্যাকশন নিয়েই নয়। ক্রিকেট বিশ্বে নিজেকে চিনিয়েছেন যোগ্যতা দিয়েই। টি-টোয়েন্টি ক্রিকেটে এপর্যন্ত সবচেয়ে বেশি উইকেটও তাঁরই দখলে। ২০০৪ সালের ১৭ই জুলাই আরব আমিরাতের বিপক্ষে মালিঙ্গার ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়। এরআগে একই বছর পহেলা জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয় মালিঙ্গার। আর টি-টুয়েন্টিতে অভিষেক হয় ১৫ই জুন ২০০৬ সালে। ২০১১ সালের ২২শে এপিল টেস্ট খেলা থেকে অবসেরের ঘোষণা দেন তিনি। ২০১৪ সালে মালিংঙ্গার নেতৃত্বেই টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে শ্রীলংকা। একদিনের আšর্জাতিক ক্রিকেটে মালিঙ্গা একমাত্র বোলার, যার তিনটি হ্যাটট্রিক রয়েছে। ৩০টি টেস্ট ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ১০১টি। আর ওয়ানডেতে ১৯১টি ম্যাচে পেয়েছেন ২৯১টি। জাতীয় দলের পাশাপাশি ক্লাব পর্যায়েও আলো ছড়ান এই দ্ধসঢ়;ক্ষ ক্রিকেটার। খেলেন মুম্বাই ইন্ডিয়ান্স, কেন্ট, রুয়ানা রয়েস,ও গালে।  আর ২০১৩ সালে সালে খেলে যান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঢাকা গ্লাডিয়েটসে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি