ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে নিহত জঙ্গিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের

প্রকাশিত : ১৪:০১, ২৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:০১, ২৮ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত ৩ জঙ্গিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে পুলিশ। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার যে বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গি নেতা তামিম চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন, তার মালিককে ভাড়াটিয়ার তথ‌্য গোপনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ির অন্যান্য বাসিন্দাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। রোববার সকালে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় নজরদারি অব্যাহত রয়েছে।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি