ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ১৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৯:৪০, ১৫ অক্টোবর ২০১৮

রাজধানীর মিরপুর ও বনানীতে পৃথক দুুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

রোববার রাতে মিরপুরের রূপনগর থানা এলাকা ও সোমবার সকাল সোয়া ৭টায় বনানী আর্মি স্টেডিয়ামের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রূপনগর থানা এলাকায় রাতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এদিকে সোমবার সকাল সোয়া ৭টায় বনানী আর্মি স্টেডিয়ামের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হন অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি