ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রপ্তানী পণ্যের নতুন বাজার খোঁজার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:৩২, ২৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:৩২, ২৮ আগস্ট ২০১৬

দেশের অর্থনীতিকে আরো সুদৃঢ় করতে রপ্তানী পণ্যের নতুন বাজার খোঁজার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় রপ্তানী ট্রফি বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, সীমিত পণ্যের উপর নির্ভরশীল না থেকে রপ্তানীযোগ্য পণ্যের বহুমুখীকরনের দিকে নজর দিতে হবে। শিল্পখাতে কর্মসংস্থান বাড়াতেও উদ্যোক্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রপ্তানীখাতে অবদান রাখার জন্য একশ’রও বেশি প্রতিষ্ঠানের কর্ণধারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়নের রপ্তানি লক্ষ্য অর্জনে কাজ করছে সরকার। এজন্য অচিরেই গড়ে তোলা হবে ১০০টি অর্থনৈতিক অঞ্চল। গত সাত বছরে রপ্তানীকারকদের ২১ হাজার কোটি টাকার অর্থ সহায়তা দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে এর পরিমাণ আরো বাড়বে। সীমিত পন্যের উপর নির্ভরশীল না থেকে রপ্তানীযোগ্য পণ্যের বহুমুখীকরনের দিকে নজর দিতে ব্যবসায়ীদেরে পরামর্শও দেন তিনি। জঙ্গিবাদ রুখতে শিল্পঘন খাতে কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যবসায়ীদের আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। অর্থনৈতিক সাফল্যের পিছনে শিল্প উদ্যোক্তাদের কঠোর পরিশ্রম ও সরকারের ব্যবসাবান্ধব উদার নীতি কাজ করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি