ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আগামীকাল

প্রকাশিত : ১৯:২৫, ২৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:২৬, ২৮ আগস্ট ২০১৬

একদিনের সফরে কাল ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তার এ সফরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব থাকবে বলে জানালেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। তিনি বলেন, কৌশলগত সহায়তার পাশাপাশি অর্থ সহযোগিতার বিষয়েও আলোচনা হবে। রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান রাষ্ট্রদূত। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম বাংলাদেশে আসছেন জন কেরি। সোমবার সকাল সাড়ে আটটায় একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে পৌছার কথা রয়েছে তারা। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে পৌছে কয়েকটি কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে তার। সন্ত্রাসীদের হামলায় নিহত ইউএসএআইডি-এর কর্মকর্তা জুলহাস মান্নানের পরিবারের সাথে সাক্ষাত ও কয়েকজন সম্পাদকের সাথে বৈঠকের কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। পরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে পররাষ্ট্রমন্ত্রণালায় সাক্ষাত করবেন কেরি। রাষ্টীয় অতিথি ভবন পদ্মায় হবে আনুষ্ঠানিক বৈঠক। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করতে পারেন জন কেরি। সফরের সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারকে সহযোগিতার প্রস্তাব করতে পারেন জন কেরি।  রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। সন্ত্রাস দমনে কৌশলগত সহায়তার পাশাপাশি বাংলাদেশকে অর্থ সহায়তার বিষয়েও আলোচনার আভাস দেন হবে। বার্নিকাট আরো বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অন্যতম ফোকাস। এসব মাথায় রেখেই এগুচ্ছে তার দেশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি