ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধে রাজপথে নামার কথা জানিয়েছেন হান্নান শাহ

প্রকাশিত : ১৮:৪৮, ২৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৪৮, ২৮ আগস্ট ২০১৬

যেকোনো মূল্যে রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। রোববার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় হান্নান শাহ বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বেআইনিভাবে ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেন হান্নান শাহ। তিনি আরো বলেন, এসব হত্যাকান্ডের বিচার একদিন করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি