ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মৃত্যুদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী কাসেম আলীর রায়ের তারিখ ৩০ আগস্ট

প্রকাশিত : ১৯:২৪, ২৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:২৪, ২৮ আগস্ট ২০১৬

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদনের শুনানী শেষে ৩০ আগস্ট রায়ের তারিখ নির্ধারন করেছেন আপিল বিভাগ। এদিকে ট্রাইব্যুনালে কাসেম আলীর মামলা পরিচালনায় আবারও প্রসিকিটরদের প্রতি অসন্তোষ জানান আপিল বেঞ্চ। প্রসিকিউটরদের সরিয়ে দেয়া উচিত বলেও মন্তব্য করেন সর্বোচ্চ আদালত। একাত্তরে চট্টগ্রামের আল বদর কমান্ডার মীর কাসেম আলীর নির্দেশে মুক্তিযোদ্ধা, তাদের সহযোগীদের ধরে নিয়ে চালানো হত অমানুষিক নির্যাতন। আর ডালিম হোটেলে কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে হত্যার দায়ে কাসেমের ফাঁসির আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ। তবে কিশোর জসিম হত্যায় প্রত্যক্ষ সাক্ষী রাষ্ট্রপক্ষ দিতে পারেনি বলে রিভিউ শুনানীতে উল্লেখ করেন কাসেমের আইনজীবী। এর বিরোধীতা করেন অ্যাটর্নি জেনারেল। মীর কাসেমকে দানশীল ও ব্যবসায়ী বলে শুনানীতে তার আইনজীবীরা দাবি করলেও মৃত্যুদন্ড বহাল থাকবে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ। এদিকে ট্রাইব্যুনালে মীর কাসেমের মামলায় প্রসিকিউটররা ঠিকমত কার্যক্রম পরিচালনা করেননি, উল্লেখ করে আবারও অসন্তুষ্টি জানান প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ। মীর কাসেমের আইনি লড়াইয়ে রিভিউ আবেদনই শেষ ধাপ। এই আবেদন নাকচ হলে শেষ চেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। তাও নাকচ হলে ফাঁসি কার্যকরে কোনো বাধা থাকবে না বলে জানান আইনজীবীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি