স্পেনের টেনিস তারকা জুয়ানের জন্মদিন আজ
প্রকাশিত : ১৬:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০১৬
জুয়ান কার্লোস ফারেরো স্পেনের সাবেক টেনিস তারকা। খুব কম সময়ে অসাধারণ দক্ষতা প্রমান দিয়ে সমর্থকদের কাছে নিজেকে তুলে ধনেন তিনি। ১৯৮০ সালে ১২ই ফেব্র“য়ারী স্পেনে জন্মগ্রহন করেন তিনি। আজ জুয়ান কার্লোস ফারেরোর ৩৬তম জন্মদিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক।
পরো নাম জুয়ান কার্লোস ফারেরো। তবে, সবার কাছে জুয়ান নামেই বেশি পরিচিত এই টেনিস তারকা। ছোটবেলা থেকেই টেনিসের প্রতি ব্যাপক আগ্রহ ছিল তাঁর। ১৯৯৮ সালে প্রথম ফ্রেঞ্চ ওপেন জুনিয়র তালিকায় নাম লেখান তিনি। মাত্র সতের বছর বয়সেই ১৯৯৮ সালে ইতালিতে টুর্নামেন্টের ফাইনালে উঠেন জুয়ান। সে বছর বিশ্ব রেঙ্কিংয়ের তালিকায় ছিলেন ৩৪৫ নম্বরে।
১৯৯৯ সালে প্রথম আটিপি টুরের কোয়ালি ফায়ার হয়ে খেলার সুযোগ পান জুয়ান। আর সেই টুর্নামেন্টে বিশ্ব রেঙ্কিংয়ে ৬৮ নম্বরে থাকা কারিম আলামিকে হারিয়ে সেমিফাইনালে উঠেন তিনি। ২০০০ সালের শুরুতে হেনীকেন ওপেনে কোয়ার্টার ফাইনালে মানেলকে হারান তিনি। এরপরই অস্ট্রেলিয়ান ওপেনের অভিষেক হয় এই জুয়ানে।
টেনিস ক্যারিয়ারে সফলতার মধ্যদিয়ে নিজ দেশে অনেক পরিচিতি লাভ করেন জুয়ান। ২০০০, ৪ ও ৯ সালে ডেভিস কাপ টেনিসে যৌথভাবে চ্যাম্পিয়নশীপ খ্যাতি লাভ করেন তিনি। ২০০৩ সালে ফ্রেঞ্চ ওপেনে শিরোপাও রয়েছে তার দখলে। আর একই বছর উইএস ওপেনের ফাইনালে অ্যান্ডি রডিকের সাথে হারতে হয় তাকে। ২০০৩ সালে জুয়ান মন্টে কার্লো মাস্টার্সের টাইটেলের যোগ্যতা অর্জন করেন।
জুয়ান ক্যারিয়ারে খেলেছেন অলিম্পিক গেমস, টুর ফাইনালস, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন। ২০০৩ সালের ৩ই ফেব্রুয়ারীতে ক্যারিয়ারের সর্বোচ্চ রেঙ্কিং ১৯৮ নম্বরে উঠেন জুয়ান। ২০১২ সালে ভ্যালেন্সিয়া ওপেনের পর অবসেরে যান তিনি।
আরও পড়ুন