ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বগুড়ায় পুলিশের সথে বন্দুকযুদ্ধে জেএমবি’র সামরিক কমান্ডারসহ নিহত ২

প্রকাশিত : ০৯:০৯, ২৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:২৮, ২৯ আগস্ট ২০১৬

বগুড়ার শেরপুরে নইলাপাড়া মোড়ে পুলিশের সথে বন্দুকযুদ্ধে জেএমবি’র উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ডার বদরসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে ২পুলিশ। অস্ত্র ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে নইলাপাড়া মোড়ে অভিযান চালানো হয়। টের পেয়ে জঙ্গিরা পুলিশকে লক্ষ করে ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষেও গোলাগুলিতে বদর ও রিপন মারা যায়। বদর জেএমবির উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ডার বলে নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া সেল। তার বিরুদ্ধে দিনাজপুরে তেলের পাম্পে ডাকাতি, ইসকন, কান্তজিউ মন্দির এবং ইতালিয়ান ডাক্তারের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। রিপন রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যার সাথে জড়িত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি