ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ১৪:৩৮, ২৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৩৮, ২৯ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেসময় তাদের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে শোক বইতে সই করেন তিনি। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। সোমবার সকাল সোয়া ১০টার দিকে জন কেরিকে বহনকারী যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মার্কিন পরাষ্ট্র মন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন জন কেরি। জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই মন্ত্রী। এরপর শোক বইতে সাক্ষর করেন জন কেরি। প্রথমবারের মার্কিন কোনো পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে তার কার্যালয় যান জন কেরি। সেখানে তাকে স্বাগত জানান শেখ হাসিনা। দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন করেন তারা। সফর শেষে সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন জন কেরি।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি