ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পরিবেশ সচেতনতা বাড়াতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহবান শিক্ষামন্ত্রীর

প্রকাশিত : ১৫:৪২, ১২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৪২, ১২ ফেব্রুয়ারি ২০১৬

emসবুজ বিশ্ব গড়তে সব শ্রেণীপেশার মানুষের মাঝে পরিবেশ সচেতনতা বাড়াতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত দু’দিনব্যাপি আন্তর্জাতিক প্রকৃতি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ’সময় শিক্ষামন্ত্রী আরো বলেন, বিশ্বের উন্নত দেশগুলোকেও হার মানায় এদেশের নতুন প্রজন্মের মেধা। আর তাই শিক্ষকদের উচিত তাদের সঠিক দিকনির্দেশনা দেয়া। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডক্টর হেমন্ত পিয়াস রোজারিওসহ পরিবেশবিদরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ভারত, নেপাল, ইউক্রেনসহ কয়েকটি দেশের শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি