ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিশার হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রকাশিত : ১৫:১০, ৩০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:১০, ৩০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে তৃতীয় দিনের মত সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান নেয়। রিশা হত্যার ঘটনায় ওবায়দুল রহমানের  গ্রেপ্তারের দাবীতে শ্লোগান দিতে থাকে তারা। এসময় অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে। তারা অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষ আরো সহযোগিতা করলে রিশাকে বাঁচানো সম্ভব হতো।  দর্জি ওবায়দুলের বিরুদ্ধ মামলা দায়ের করা হলেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বলেও জানান শিক্ষার্থীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি