ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে যুবদল কর্মী হত্যা মামলায় ১১ জনের ফাঁসির আদেশ

প্রকাশিত : ১৫:১৭, ৩০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:১৭, ৩০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে যুবদল কর্মী বাবর মিয়া হত্যা মামলায় ১১ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুর লক্ষ্মীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ আদেশ দেন। এছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস  দেওয়া হয়েছে। এ সময় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।  ২০০৩ সালের ৮ মার্চ রাতে লক্ষ্মীপুরে তিতারকান্দি গ্রামে বাবর মিয়াকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই নূর আলম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি