ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরে যুবদল কর্মী হত্যা মামলায় ১১ জনের ফাঁসির আদেশ

প্রকাশিত : ১৫:১৭, ৩০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:১৭, ৩০ আগস্ট ২০১৬

লক্ষ্মীপুরে যুবদল কর্মী বাবর মিয়া হত্যা মামলায় ১১ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুর লক্ষ্মীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ আদেশ দেন। এছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস  দেওয়া হয়েছে। এ সময় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।  ২০০৩ সালের ৮ মার্চ রাতে লক্ষ্মীপুরে তিতারকান্দি গ্রামে বাবর মিয়াকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই নূর আলম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি