ঈদুল আযহার ১ম জামাত ১২ সেপ্টেম্বর সকাল ৮ টায় কেন্দ্রীয় ঈদগা ময়দানে
প্রকাশিত : ১৯:০২, ৩০ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:০৯, ৩১ আগস্ট ২০১৬
চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ১২ সেপ্টেম্বর সকাল ৮ টায় কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদুল আযহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার দুপুরে নগর ভবনে ঈদের পূর্ব প্রস্তুতি বিষয়ক এক সভায় তিনি আরো বলেন, বৈরি পরিবেশ থাকলে আধা ঘন্টা পিছিয়ে সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর এর মধ্যে ঈদগাঁ ময়দানকে কেন্দ্র করে সব ধরনের কাজ সম্পন্ন করা হবে। কোরবানি পশু জবাই প্রসঙ্গে তিনি বলেন, পছন্দ অনুযায়ি জায়গায় কোরবানি দেয়া যাবে। তবে, রাজধানীকে দুর্গন্ধমুক্ত রাখতে সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে বলে জানান সাঈদ খোকন।
আরও পড়ুন