ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর অন্যতম হোতা তামিম

প্রকাশিত : ১৮:৩৮, ৩০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৩৮, ৩০ আগস্ট ২০১৬

রাজধানীসহ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর অন্যতম হোতা তামিম চৌধুরী। এমন তথ্য জানিয়েছেন পুলিশের আইজি। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত পুলিশের ৪ সদস্য ও গুরুতর আহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, গুলশান ও শোলাকিয়ায় পুলিশের আত্মদান বৃথা যাবে না। পরে নারায়ণগঞ্জের জঙ্গিবিরোধী অভিযান ও বন্দুকযুদ্ধে নিহত তামিম চৌধুরীর বিষয়েও কথা বলেন পুলিশ প্রধান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি