
পরকীয়ার কেলেংকারি মাথায় নিয়ে পদত্যাগ করলেন জাপানের এক সংসদ সদস্য। এর আগে গেল মাসে পিতৃত্বকালীন ছুটি চেয়ে দেশজুড়ে সমালেচিত হন কেনসুকে মিয়াজাকি। ভেভঅ
সম্প্রতি জাপানের একটি সংবাদ মাধ্যম তার পরকীয়ার খবর ফাঁস করে দেয়। একটি ছবিতে এক ফ্যাশন মডেলের সাথে আপত্তিকর অবস্থায় দেখা যায় তাকে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, মিয়াজাকির স্ত্রী সেগুমি কানেকু বাচ্চা জন্ম দেয়ার কয়েকদিন আগে তোলা হয়েছিল ছবিটি। আর তাই ব্যাপক সমালোচনার মুখে শুক্রবার সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন তিনি। এসময় মিয়াজিকি বলেন, স্ত্রীর পাশে থাকার কথা বলে যে অন্যায় করেছেন তা ক্ষমার অযোগ্য। এজন্য স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।