ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

দেশীয় উৎপাদনেই কোরবানীর পশুর চাহিদা মেটানো সম্ভব

প্রকাশিত : ১২:৫১, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:৫১, ৩১ আগস্ট ২০১৬

ঈদুল আজহায় দেশীয় উৎপাদনের ভিত্তিতেই কোরবানীর পশুর চাহিদা মেটানো সম্ভব। প্রাণীসম্পদ অধিদপ্তরের হিসাবে, দেশে কোরবানীর জন্য এক কোটি ১৪ লাখ ৭৫ হাজার গবাদী পশু মজুদ আছে। তাই ভারত থেকে আমদানী না করলেও, কোরবানীর পশুর কোন সংকট সৃষ্টি হবে না। ঈদুল আজহা এলেই কোরবানীর পশু নিয়ে শুরু হয় নানা হিসেব নিকেশ। শুরুতেই চলে আসে ভারতীয় গরু আসবে কিনা, না আসলে কি হবে- এসব জল্পনা কল্পনা। চেষ্টা হয় কৃত্রিম সংকট সৃষ্টির। কিন্তু, গত ক’বছরের মতো এবারও দেশে উৎপাদিত পশু দিয়েই কোরবানীর পশুর চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রাণীসম্পদ অধিদপ্তর। এবার ভারত থেকে গরু আসছে না, এমন তথ্যও নিশ্চিত করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে এক্ষেত্রে দেশীয় পশুর মূল্য বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঈদ উৎসব ছাড়াও বছরজুড়ে চাহিদার ভিত্তিতে দেশেই ভালো জাতের গবাদী পশুর উৎপাদনে খামারীদের প্রণোদনার বিষয়ে সরকারের উদ্যোগ অব্যাহত আছে বলেও জানিয়েছে অধিদপ্তর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি