ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিরিয়ার আইএসের গুরুত্বপূর্ণ নেতা আল-আদনানি নিহত

প্রকাশিত : ১২:২২, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:২২, ৩১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

সিরিয়ার আলোপ্পোতে নিহত হয়েছে আইএসের গুরুত্বপূর্ণ নেতা ও মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানি। আইএস’র কথিত সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। তবে ঠিক কিভাবে তিনি মারা গেছেন তা জানা যায়নি। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, আল বব নামে শহরের কাছে তাকে টার্গেট করে হামলা চালিয়েছে মার্কিন জোট। তবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি তারা। পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন দেশে আইএসের হামলা পরিকল্পনার নেপথ্যে ছিলেন আল-আদনানি। বিশেষ করে নতুন সদস্য নিয়োগের মাধ্যমে ইউরোপে আত্মঘাতি হামলার মূল সমন্বয়কও ছিলেন তিনি। গেল মে মাসে আল-আদনানির সর্বশেষ ভিডিও বার্তা প্রকাশিত হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি