ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

জঙ্গিবাদী কার্যক্রম এবং নাশকতা প্রতিরোধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি গণসচেতনতা গড়ে তোলার আহ্বান

প্রকাশিত : ১৮:১৪, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১৪, ৩১ আগস্ট ২০১৬

জঙ্গিবাদী কার্যক্রম এবং নাশকতা প্রতিরোধে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশন এলাকায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠনকল্পে আয়োজিত মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। সেসময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার জন্যও আহ্বান জানান। মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি