রেলের আগাম টিকেট বিক্রির ৩য় দিনেও উপচে পড়া ভীড়, লঞ্চের কেবিনের টিকেট বিক্রি শেষ
প্রকাশিত : ১৮:২৫, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৫৯, ৩১ আগস্ট ২০১৬
ঈদ সামনে রেখে আগাম টিকেট বিক্রির প্রথম দিনে লঞ্চের কেবিনের প্রায় সব টিকেট বিক্রি শেষ। আর রেলের আগাম টিকেট বিক্রির ৩য় দিনেও ছিল উপচে পড়া ভীড়। তবে কাঙ্খিত টিকেট না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। রেল কর্তৃপক্ষ বলছে, সীমিত আসনের মাধ্যমে যতটুকু সম্ভব সেবা দিয়ে যাচ্ছে রেলওয়ে।
টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়, কমলাপুর স্টেশন চত্বরে যেনো পিপড়ার মত মানুষ। অনেকেই আসেন আগের দিন রাতে। দীর্ঘ লাইনে টিকেটের অপেক্ষা। নারীদের উপস্থিতিও দেখার মত। সকাল ৮টা থেকে বিক্রির শুরুর দিকে টিকেট পেয়ে খুশী যাত্রীরা। তবে বেলা বাড়ার পর কাঙ্খিত টিকেট না পাওয়ার অভিযোগ অনেকের। যাত্রীদের নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি রয়েছে আইন শৃংখলা বাহিনীর। আর যাত্রীদের সেবায় কাজ করে যাওয়ার কথা জানান স্টেশন ম্যানেজার। এদিকে ঈদের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে লঞ্চেও। তবে ৮, ৯ এবং ১০ সেপ্টম্বরের কেবিনের টিকেট পাওয়া যাচ্ছেনা বলে অভিযোগ টিকেট প্রত্যাশীদের।আরও পড়ুন