ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আগামী কাউন্সিলের মাধ্যমে দলে নতুন নেতৃত্ব আসবে জানিয়েছেন বিএনপি নেতারা

প্রকাশিত : ১৬:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

bnp1আগামী ১৯ মার্চ কাউন্সিলের মাধ্যমে দলে নতুন নেতৃত্ব আসবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান এ’সব বলেন। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ইউনিয়ন পরিষদ সহ আগামীতে সব নির্বাচনে বিএনপি অংশ নেবে। তবে, নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ না হয়ে সবার জন্য সমান সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি। এদিকে, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ সংস্কৃতি একাডেমির ১৪তম বর্ষপূতি উপলক্ষে আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, কাউন্সিলের পর আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি