ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফের ক্ষমতায় এলে বিমানবাহিনীর সদস্যদের সুযোগ বাড়ানো হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:৫২, ২৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে বিমান বাহিনীর সদস্যদের সব ধরণের সুযোগ ‍সুবিধা বাড়ানো হবে। বিমান বাহিনীকে আরো আধুনিকায়ন করা হবে।

আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে এয়ার মুভমেন্ট ফ্লাইট কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য বাহিনীর মতো বিমান বাহিনীও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও আকাশ রক্ষায় কাজ করে যাচ্ছে। তাদের অবদান অনস্বীকারর‌্য।

বিমান বাহিনীর আধুনিকায়নে তাঁর সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারলে বিমান বাহিনীর সদস্যদের সুযোগ সুবিধা বাড়ানো হবে। তাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যত গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে।

/ এআর /  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি