ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদুল আযহা সামনে রেখে গরুর পরিচর্যায় ব্যস্ত মেহেরপুরের খামারীরা

প্রকাশিত : ০৯:৪৭, ১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৪৭, ১ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঈদুল আযহা সামনে রেখে গরুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের খামারীরা। কৃত্রিম উপায়ে নয় বরং সম্পূর্ণ প্রাকৃতিক খাবার ব্যবহার করে গরু মোটাতাজা করছেন তারা। তবে বিভিন্ন অপপ্রচারে মোটা গরুর চাহিদা কমে যাওয়াসহ ভারত থেকে গরু আমদানীর আশংকায় চিন্তিত খামারীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু পরিচর্যায় ব্যস্ত খামারীরা। ধানের বিচালী, কাঁচা ঘাস, খৈল, গমের ভুষি, চালের কুঁড়াসহ প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটাতাজা করছেন তারা। তবে কেউ কেউ গরু মোটাতাজাকরণে কৃত্রিম পদ্ধতি অবলম্বন করছে এমন অভিযোগ অনেক খামারীর। কতিপয় অসাধু খামারীর কারণে প্রকৃত খামারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে ভারতীয় গরু আমাদানী না করারও দাবি খামারীদের। এদিকে ঈদ সামনে রেখে কোনক্রমেই যাতে মেহেরপুরের সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসতে না পারে সেজন্য ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়াও হাটগুলোতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গরু মোটাতাজাকরণের বিষয়টি দেখভাল করা হবে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। মেহেরপুরে এবার ৩শ’ ৮৬ টি বাণিজ্যিক খামারসহ কয়েক শ’ পারিবারিক খামার থেকে ৩১ হাজার ৪শ’ ৪০ টি গরু কোরবানীর জন্য প্রস্তত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিস্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি