ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত ছাত্রলীগ কর্মী

প্রকাশিত : ০৯:৪৯, ১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৪৯, ১ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে ছাত্রলীগ কর্মী রোহান। এদিকে কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে মনোহরগঞ্জের এক যুবলীগ কর্মী । গেলো রাতে কুমিল্লায় দুইপক্ষের সংঘর্ষের জেরে আহত হয় মনোহরগঞ্জের যুবলীগ কর্মী আহসান উল্লাহ হিতু। তাকে লাকসান হাসপাতালে নেয়ার পর মারা যায় সে। এদিকে খুলনা নগরীর পিটিআই মোড় এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে রোহান নামে এক যুবলীগ কর্মীকে। পুলিশ জানায় মোটর সাইকেলে যাওয়ার পথে পিটিআই মোড় এলাকায় সন্ত্রাসীরা তার গতিরোধ করে। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে সন্ত্রাসীরা। একই সাথে তার হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রোহান খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক কমিটির সদস্য ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি