ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সংবিধান লঙ্ঘন করেননি বলে দাবী করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত : ১৬:৩৮, ৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৩৮, ৩ সেপ্টেম্বর ২০১৬

জেনে বুঝে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান লঙ্ঘন করেননি বলে দাবী করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জঙ্গী বিরোধী একটি আলোচনাসভায় তিনি এ দাবী করেন। অভিযোগের বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পেলে আইনজীবীর পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান মন্ত্রী। এসময় মন্ত্রী বলেন, যদি সংবিধান লঙ্ঘন করে থাকি তবে সেটা পাকিস্তানের সংবিধান । বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রসঙ্গে তিনি বলেন, জিয়ার মাজারে জিয়া মৃতদেহ কখন ছিলনা, ডিএনএ পরীক্ষা করলে তার প্রমান পাওয়া যাবে ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি