ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কৃষ্ণাঙ্গদের একটি গির্জা পরিদর্শন করেছেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত : ১২:০৮, ৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১২:০৮, ৪ সেপ্টেম্বর ২০১৬

সংখ্যালঘু ভোটারদের টানতে এবার কৃষ্ণাঙ্গদের একটি গির্জা পরিদর্শন করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে কৃষ্ণাঙ্গদের পরিচালিত গির্জাটিতে যান ট্রাম্প। সেসময় তিনি বলেন, আফ্রিকান আমেরিকানরা যুক্তরাষ্ট্রে বৈষম্যের শিকার হচ্ছে। এছাড়াও ঝিমিয়ে পড়া ডেট্রয়েটের অর্থনীতিকে চাঙ্গা করতে নানা পরিকল্পনাও তুলে ধরেন তিনি। সাম্প্রতিক জরিপে ট্রাম্পের তুলনায়  কিছুটা এগিয়ে আছেন হিলারি ক্লিনটন। তাই সংখ্যালঘু ভোটারদের দিকে নজর দিয়েছেন ট্রাম্প। এদিকে গির্জা পরিদর্শনের সময় বাইরে ট্রাম্পবিরোধী সমাবেশ হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি