মালয়েশিয়ায় কর্মী প্রেরণ সবার জন্য উন্মুক্ত
প্রকাশিত : ২১:০৭, ৩১ অক্টোবর ২০১৮
এখন থেকে মালয়েশিয়ায় সব রিক্রুটিং এজেন্সিই কর্মী পাঠাতে পারবে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম রৌনক জাহান। তিনি বলেন, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের বদলে সবার জন্য কর্মী পাঠানো উন্মুক্ত করে দিয়েছে সরকার।
আজ বুধবার প্রবাসীকল্যাণ ভবনে বাংলাদেশ-মালয়েশিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে এতথ্য জানান তিনি।
তিনি বলেন, মালয়েশিয়ায় এখন থেকে সব রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারবে। এটা সবার জন্য ওপেন করা হয়েছে।
আগের মতো নির্ধারিত কিছু প্রতিষ্ঠান হয়ে কর্মী যাবে কি না? এমন প্রশ্নে জবাব আসে, ‘সেটা থেকে বের হওয়ার জন্যই আমরা আলোচনা করেছি। সবার জন্য এটা ওপেন করে দেয়া হবে। সবাই কর্মী পাঠাতে পারবে।
নতুন করে কোনো সিন্ডিকেট হচ্ছে কি না- এমন প্রশ্নে সচিব বলেন, ‘এ রকম কিছুই হচ্ছে না। আপনারা যেটা শুনেছেন সেটা ঠিক না। তবে আমরা চেষ্টা করছি একটা সুষ্ঠু ব্যবস্থাপনায় আমরা যেন যেতে পারি। বাংলাদেশের জন্য এটা একটা খুবই প্রয়োজনীয় বিষয়। একটা হচ্ছে কষ্ট কমানো, আরেকটি হচ্ছে ইউনিফাইড সিস্টেম- এই দুটি বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি।’
এবার মালয়েশিয়া থেকে সিন্ডিকেটের কোন চাপ আছে কি না-জানতে চাইলে রৌনক জাহান বলেন, ‘এরকম কোন চাপ নেই। বরং মালয়েশিয়ায় সরকার পরিবর্তন হওয়ায় তারা একটি স্বচ্ছ সিস্টেম চাচ্ছে, আমরাও সেটা চাচ্ছি। সেটাই হচ্ছে। এবিষয়ে আমরা কাজ করছি।’ ‘আমরা একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয়ার জন্য দুইপক্ষই কাজ করছি।’
টিআর/
আরও পড়ুন