ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রী আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১০:৫৭, ১ নভেম্বর ২০১৮

কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে শহর জুড়ে উৎসবের আমেজ। এবার ১৯৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি। বিকেলে সার্কিট হাউস মাঠের জনসভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী।

দীর্ঘ ৫ বছর পর ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী। নেতা কর্মীদের মাঝে তাই আনন্দের মাত্রাটা অনেক বেশী। ব্রহ্মপুত্র পারের নগরীকে সাজানো হয়েছে নতুন সাজে।

এবার প্রধানমন্ত্রী ১০৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ৯৩টি  উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।  এরমধ্যে ময়মনসিংহ বিভাগীয় সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বিকেলে সার্কিট হাউস মাঠের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে নিজ দলের পাশাপাশি খুশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।

কামরুল ইসলাম মোহাম্মদ ওয়ালিদ, সভাপতি কোতোয়ালি বিএনপি ও সদর উপজেলা চেয়ারম্যান।

নির্বাচনকে সামনে রেখে জনসভায় প্রধানমন্ত্রী ময়মনসিংহের উন্নয়নকে গতিশীল করতে প্রয়োজনীয় নির্দেশনা ঘোষণা দেবেন এমন প্রত্যাশা সবার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি