ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

প্রকাশিত : ১৭:২২, ১২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:২২, ১২ ফেব্রুয়ারি ২০১৬

blast gasনারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় বাড়িতে গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। স্থানীয়রা জানান, ভোরে রান্নার জন্য গ্যাসের চুলায় দিয়াশলাই দিয়ে আগুন জ¦ালানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। সেসময় আগুনে আফিনুর বেগম ও তার দুই ছেলে শাকিল ও শামিমের শরীরের অধিকাংশ পুড়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। দগ্ধ তিনজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি