ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তরুণদের নিরাপদ রাখতে খেলাধূলার প্রতি আরো জোর দেবার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭:১৩, ৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:১৬, ৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জঙ্গিবাদ ও মাদক থেকে তরুণদের নিরাপদ রাখতে খেলাধূলার প্রতি আরো জোর দেবার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রোববার সকালে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খেলাধূলা যুবসমাজকে বিপথগামীতা থেকে রক্ষা করে। এখন থেকে ৬ এপ্রিল জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালনেরও ঘোষনা দেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বিভিন্ন ক্ষেত্রে ৩২ জন ক্রীড়াবিদ ও সংগঠককে জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়া হয়। পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক হিসেবে মরোনোত্তর পুরস্কার দেওয়া হয় শহীদ শেখ কামালকে। শেখ রাসেল ক্রীড়া চক্রও জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়। এছাড়া ক্রিকেটার সাকিব আল হাসান, খালেদ মাসুদ পাইলটসহ নামী দামি খেলোয়াড়রা এ পুরস্কারে ভুষিত হন। পরে প্রধানমন্ত্রী বলেন, সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধূলার সুযোগের অভাবেই কিশোর ও তরুণরা বিপথগামী হচ্ছে। প্রতিটি এলাকায় খেলাধূলার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করতে স্টেডিয়াম নির্মানের তাগিদ দেন তিনি। এখন থেকে প্রতিবছর ৬ এপ্রিল জাতীয় ক্রীড়া দিবস পালনের ঘোষনাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি