ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজবাড়ি ও হবিগঞ্জের খামারীরা কাটাচ্ছেন ব্যস্ত সময়

প্রকাশিত : ১৬:৫০, ৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৫০, ৪ সেপ্টেম্বর ২০১৬

ঈদুল আজহার আগে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজবাড়ি ও হবিগঞ্জের খামারীরা। হবিগঞ্জে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে গরুর পরিচর্যা করছেন তারা। এদিকে রাজবাড়ীতে ৮শ’রও বেশি খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে পশু। তবে পশু খাদ্যের দাম বেশি হওয়ায় লোকসানের আশঙ্কায় রয়েছেন খামারীরা। হাটে তোলার আগে শেষ মুহূর্তে পরিচর্যায় ব্যস্ত হবিগঞ্জের খামারীরা। জেলার প্রায় সবগুলো খামারের চিত্রই এরকম। গত বছর দেশের বাইরে থেকে গরু আসায় লোকসান গুণতে হয়েছে অনেককেই। তবে এবছর দেশী গরুর চাহিদা থাকায় ক্ষতি পুুষিয়ে নেয়া যাবে বলে আশাবাদী খামারীরা। এদিকে ক্ষতিকর ইনজেকশন দেয়া গরু বিক্রি রোধে প্রতিটি হাটে মেডিকেল টিম দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রাণীসম্পদ কর্মকর্তা। রাজবাড়ী সদরের বানিবহ ইউনিয়নে বাক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে বেশ কিছু খামার। খামারগুলোতে পরিচর্যা করা হচ্ছে কোরবানির পশু। গত কয়েক বছরের মতো এবারও প্রত্যাশিত দামে গরু বিক্রির আশা তাদের। তবে ভারত থেকে গরু আমদানি ঠেকানো না গেলে লোকসানের আশঙ্কা করছেন খামারীরা। প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে নিরোগ গরু পালনে খামারীদের সব ধরণের পরামর্শ দেয়া হচ্ছে। রাজবাড়ীতে এবছর ৮শ’ টি খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ২০ হাজার পশু।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি