মুন্সীগঞ্জের কাঠপট্টির কাছে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৪০মণ জাটকা জব্দ করেছে কোস্টর্গাড। পাগলা কোস্টগার্ডের পেটি অফিসার মো নুরুজজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে সকালে ধলেশ্বরী নদীতে বরগুনা থেকে থেকে সদরঘাটগামী এমভি নুমরাত-২ নামের ১টি লঞ্চে অভিযান চালানো হয়। সেসময় ৪০