ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেইন্ট উপাধি পেতে যাচ্ছেন মাদার তেরেসা

প্রকাশিত : ১৬:৫৭, ৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৫৭, ৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ইশ্বরের দূত বা সেইন্ট উপাধি পেতে যাচ্ছেন মাদার তেরেসা। ভাটিক্যান সিটিতে আনুষ্ঠানিকভাবে আজ তাকে এই উপাধি দেয়া হবে। খ্রিস্টান ধর্মমতে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী মৃত ব্যক্তিই কেবল এই উপাধি পাওয়ার যোগ্যতা রাখেন। সে অনুযায়ী মাদার তেরেসা জন্য দু’জন দুরারোগ্য রোগীর আরোগ্য লাভকেই ঐশ্বরিক ক্ষমতা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ১৯৯৭ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন মাদার তেরেসা। এদিকে ভ্যাটিক্যানে আয়োজিত অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ অংশ নেবেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের উপস্থিত থাকার কথা রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি