ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা কেন্দ্রীয় কারাগারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল নির্মান সম্ভব নয়

প্রকাশিত : ১৮:৫৫, ৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১২:৩৪, ৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিত্যাক্ত জমি, শিক্ষা মন্ত্রণালয়ের না হওয়ায় সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল নির্মান সম্ভব নয় বলে জানালেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে, শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করতে, ১০৭ কোটি টাকা ব্যয়ে, দুটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। কেরানীগঞ্জ, ঝিলমিল প্রকল্প কিংবা পূর্বাচলে জমি কেনার পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। জগন্নাথকে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় করা হলেও নেই শিক্ষার্থীদের কোনো আবাসিক হল। পুরনো যেসব ছাত্রাবাস ছিলো সেগুলোও বেদখল।  সাম্প্রতি, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে স্থানান্তর হবার পর, সেই জায়গায়, হল নির্মানের দাবীতে আনোন্দলে নামে শিক্ষার্থীরা। আবার, কেন্দ্রীয় কারাগারে খেলার মাঠ ও জাদুঘর প্রতিষ্ঠান দাবীতে, পাল্টা কর্মসূর্চীও পালন করে, পুরান ঢাকার বাসিন্দারা। অবস্থার প্রেক্ষিতে, সমাধান খুজতে, সচিবালয়ে, সচিবালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতাদের সাথে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। শিক্ষক প্রতিনিধি জানালেন, বে-দখল হওয়া হল উদ্ধার করে, দীর্ঘ মেয়াদী সমাধান সম্ভব নয়। নতুন জায়গা খুজতেই হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে। শিক্ষা মন্ত্রী জানান, কেন্দ্রীয় কারাগারের জমি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হওয়ায়, সে নিয়ে ভাবছে না শিক্ষা মন্ত্রণালয়। তবে কেরানীগঞ্জে ২৫ বিঘা জমিতে ৬৪ কোটি ১০ লাখ টাকা ব্যায়ে, ছাত্রদের দশতলা হল নির্মান করা হবে। ৭৪ কোটি ১০ লাখ টাকা ব্যায়ে আবাসিক হল নির্মাণের আরেকটি হল নির্মাণের পরিকল্পনাও নেয়া হয়েছে। তবে, শিক্ষার্থীদের শান্তি পূর্ণ আন্দোলনকে, যৌক্তিক বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি