ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুকন্যা যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন

প্রকাশিত : ১৮:৪৯, ৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৯, ৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের হাতে পতাকা তুলে দিয়েছিলেন আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তাদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। আর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেছেন, যুদ্ধাপরাধীরা নিজেদেরকে পাকিস্তানী বলে বিশ্বাস করে; তাই তাদের বিচারের সময় ওই দেশের সরকার তাদের পক্ষে কথা বলে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সম্মেলন সামনে রেখে বৈঠক করে গঠনতন্ত্র উপ-কমিটি। এ’সময় নতুন বিভাগ ময়মনসিংহের জন্য আরেকটি সাংগঠনিক সম্পাদক পদ বাড়ানো এবং কর্মীদের দক্ষ করতে সম্পাদক-প্রশিক্ষণ পদ সৃষ্টির সুপারিশের সিদ্ধান্ত হয়। পরে কমিটির সদস্যরা, মীর কাসেমের ফাঁসির পর পাকিস্তানের বিরূপ প্রতিক্রিয়াকে ন্যাক্কারজনক বলে অভিহিত করেন। ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত  পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সেখানে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা ৯৬-এ ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলেও পালাবদলের পর খালেদা জিয়া এসে বিচার বন্ধ করে দিয়েছিল। সিরাজগঞ্জে বীরাঙ্গনা মাতাদের আর্থিক সহযোগিতা দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ’সময় তিনি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরদ্ধে খালেদা জিয়ার ভূমিকার সমালোচনা করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি