ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামের শিবির কার্যালয় থেকে ৬টি ককটেল উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ২৩:২৬, ৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রাম নগরের ডিসি রোডের ছাত্রশিবির কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনার পর অভিযান চালিয়ে ৬টি ককটেল ও বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোমা বিস্ফোরণের পর রাত ৮টার দিকে এ অভিযানে নামে পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, নগর শিবির কার্যালয়ের চারতলা ভবনে ব্লক রেড দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শোনার পর শিবির কার্যালয়ের ছাদে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে এসে কার্যালয় ঘিরে রাখা হয়। তিনি জানান, বোম্ব ডিসপোজাল ইউনিট প্রায় এক ঘণ্টার অভিযানের পর ৬টি তাজা ককটেল, বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম ও শিবিরের প্রচারপত্র, চাঁদা বই  উদ্ধার করা হয়। এরমধ্যে দ্বিতীয় তলা থেকে ককটেলগুলো পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চকবাজার ডিসি রোড এলাকায় ব্লক রেইড দিচ্ছিল পুলিশ। এসময় বিস্ফোরণের শব্দ পেয়ে শিবির কার্যালয় ঘেরাও করে তারা। শুরুতে তিনতলা ভবনটির দুইতলা পর্যন্ত তল্লাশি চালানো হয়। ভেতরে জিনিসপত্র ছড়ানো ছিটানো ও সিলিং থেকে ফ্যান খুলে পড়ে আছে।

 টিআর/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি