কুমিল্লায় ছাত্রী নিবাসে বোমা বিস্ফোরণ, নিহত ১
প্রকাশিত : ১৩:৫৩, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫৩, ৫ সেপ্টেম্বর ২০১৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে একটি ছাত্রাবাসে বোমা বিস্ফোরণে আহত শিক্ষার্থী ফাহমিদা হাসান নিশা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
দগ্ধ হওয়ার ১৩ দিন পর রোববার রাত দেড়টার দিকে মারা যান তিনি। নিশা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। গেলো ২৩ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সালমানপুর এলাকায় হেভেন নামের একটি ছাত্রী নিবাসে বোমা বিস্ফোরণে দগ্ধ হয় নিসা। এতে তার শ্বাসনালীসহ শরীরের ৪৫ ভাগ পুড়ে যায়। এদিকে ইসলামী ছাত্রী সংস্থার সাথে জড়িত থাকার অভিযোগে নিশাসহ ৩ ছাত্রীর বিরুদ্ধে ২৪ আগস্ট মামলা দায়ের করেছিলো পুলিশ।
আরও পড়ুন